মাধবপুরে ৩ মাসে ১০টি ট্রান্সফরমার চুরি, কৃষি চাষাবাদ ব্যাহত

6

 

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালিত গভীর নলকুপের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গোপীনাথপুর গ্রামের কৃষক আব্দুল বাজির বদু মিয়া জানান, বিএডিসির সহযোগীতায় স্থাপিত গভীর নলকুপের সেচের মাধ্যমে ওই গ্রামের কয়েক শতাধিক কৃষক জমি চাষাবাদ করে আসছে। বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ দল গোপীনাথপুর গ্রামের বৈদ্যুতিক সংযোগের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এর আগে গত ৩ মাসে ওই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আরো ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচের অভাবে কৃষি চাষাবাদ ব্যাহত হচ্ছে।
কাসিমনগর ফাঁড়ির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, ট্রান্সফরমার উদ্ধার ও চক্রটি গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।