মাধবপুরে দেয়াল কেটে মুদির দোকানে দুঃসাহসিক চুরি

6

 

মাধবপুর সংবাদদাতা

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী বাজার মসজিদ মার্কেটের ভবনের দেয়াল কেটে মুদি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক শরীফ মিয়া।
শরীফ মিয়া জানান, স্থানীয়রা সকালে ফোন করে আমার চুরির কথা জানান। এসে দেখতে পাই চোরেরা নির্মাণাধীন মসজিদের পিছনে মার্কেটের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের নগদ ১ লক্ষ টাকা, সিগারেটের প্যাকেট, মোবাইলের মিনিট কার্ড, এমবি কার্ডসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির আহŸায়ক ডা. লাল মিয়া বলেন, সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল কেটে চুরি করা হয়েছে। এ ঘটনায় কী করা উচিত তা বাজারের ব্যবসায়ীরা সবাই মিলে বসে সিদ্ধান্ত। খবর পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ হোসেন এবং চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আরিফ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।