বিশ্বনাথ উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল খালিক

2

 

সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত শাহ চান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ বিশ্বনাথ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন। শিক্ষা জীবনে আব্দুল খালিক তাপাদার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ১৯৯৭ (স্টার মার্কস সহ), আলিম ১৯৯৯, ফাজিল ২০০১ এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ২০০৩ সকল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া তিনি এম.সি কলেজ, সিলেট থেকে ২০০৩ সনে রাস্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস (অনার্স) ও ২০০৪ সনে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতার জীবনেও তিনি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
জকিগঞ্জ উপজেলার করইমুড়া গ্রামের মৃত মোহাম্মদ তফজ্জুল আলী ও মৃত ফখরুন নেছার কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আব্দুল খালিক তাপাদার এ সকল ধারাবাহিক কৃতিত্বের পিছনে তাঁর শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বিজ্ঞপ্তি