মেয়র পদে মনোনয়ন কিনলেন আরেকজন, কাউন্সিলরে মোট ৪১৮

13

 

স্টাফ রিপোর্টার

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মেয়র পদে আরও একজন কিনেছেন মনোনয়ন। এ পর্যন্ত মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে মোট ৪১৮ জন মহিলা ও পুরুষ মনোনয়ন কিনেছেন। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। সংগ্রহ করা যাবে ২৩ মে পর্যন্ত।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান- মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪২৬ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে ৪১৮ জন। এ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ৮ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) ও হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা)। আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী কিনেছেন মনোনয়ন। কাউন্সিলর পদে ৪১৮ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৮৯ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ৩২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।