জগন্নাথপুরের হত্যা মামলার আসামী ফেনী থেকে বন্দুকসহ গ্রেফতার

13

 

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা পুলিশের চৌকশ দলের অভিযানে ফেনী থেকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের সৈয়দ জামাল মিয়া হত্যাকান্ডের মূলহোতা সৈয়দ হুসবান আহমদকে বন্দুকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা করা হয়। জানাগেছে, গত ২৮ এপ্রিল রাতে সৈয়দপুর ইশানকোনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বন্দুকের গুলিতেবিদ্ধ হয়ে সৈয়দ জামাল মিয়া নিহত সহ ৫ জন আহত হন। ঘটনার পর থেকে জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ সময় থানা পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালান। এদিকে-এ ঘটনায় নিহত সৈয়দ জামাল মিয়ার ভাই সৈয়দ হোসাইন বাদী হয়ে ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর পলাতক আসামীদের গ্রেফতারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার সহ সুনামগঞ্জের একটি চৌকশ পুলিশ দল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ১৩ মে শনিবার ফেনী সদর এলাকা থেকে উক্ত ঘটনার মূলহোতা মামলার ২নং আসামী সৈয়দ হুসবান আহমদকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যমতে সংঘর্ষে ব্যবহৃত একটি একনালা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১৪ মে রোববার গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।