এসএসসি পরীক্ষা: আইসিটিতে অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ২৬

3

 

কাজির বাজার ডেস্ক

চলমান এসএসসি পরীক্ষায় বুধবার ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা। সারাদেশে ৯টি সাধারণ বোর্ডের অধীনে এ পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১২ জন শিক্ষার্থী। তবে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা কোনো শিক্ষক বহিষ্কৃত হননি। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৪ জন পরীক্ষার্থী। এদিন মাদ্রাসা শিক্ষাবোর্ডে বহিষ্কার হয়েছেন ১১জন। এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৬৬৯জন। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে বহিষ্কার হয়েছেন ৩ জন, অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৮জন। সবমিলিয়ে ১১ শিক্ষাবোর্ডে ২৬ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। আর পরীক্ষায় মোট অনুপস্থিত ৩২ হাজার ৯১১জন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তঃশিক্ষাবোর্ড থেকে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির আইসিটি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৮৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১৫ লাখ ২ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৫২৩ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৮৭ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ১৯১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৬৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৬ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৮১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
বৃহস্পতিবার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির ধর্ম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।