দোয়ারায় বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে যুবক নিহত

8

 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ বসতঘরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে ছুরাব আলী (৫০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ছুরাব আলী (৫০) ওই গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে রবিবার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বসতঘরের বৈদ্যুতিক বাল্প নষ্ট হয়ে যাওয়ায় বৈদ্যুতিক বাল্প খোলে বৈদ্যুতিক সুইচ অন করে বৈদ্যুতিক বাল্প লাগানোর জন্য যায় তখন বিদ্যুৎ ছিল না। বৈদ্যুতিক বাল্প লাগানো অবস্থায় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে। ছুরাব আলী বৈদ্যুতিক হোল্ডারের সহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাগিয়া থাকেন। তখন তাহার পুত্রবধু ফাতেমা বেগম (২৫) তাহা দেখে বাচানোর চেষ্টাকালে ফাতেমা বেগম ও সামান্য আহত হন। পরবর্তীতে পুত্রবধু ফাতেমা বেগম বসতঘরের বৈদ্যুতিক কাটাউট খুলিয়া ফেলিলে ছুরাব আলী মাটিতে পড়ে যান। পুত্রবধু শোর চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যগন এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ছুরাব আলীকে মৃত অবস্থায় পান। তখন ছুরাব আলীর বাম হাতের বৃদ্ধা আঙ্গুল, তর্জনী ও মধ্যমা আঙ্গুলে কালো পুড়া দাগ এবং বুকের ডান পাশে সামান্য তেতলানো দাগ পরিলক্ষিত হয় বলে জানাযায়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান এসআই মোঃ সম্রাজ মিয়া সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছন।