জগন্নাথপুরে বৃষ্টিতে বাড়ছে বাঁধের কাজ

2

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে টানা বৃষ্টিপাতে বাড়ছে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ। গত প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এসব বৃষ্টিপাতে বোরো জমিতে অল্প পানি জমে গেছে। এছাড়া বেড়িবাঁধের মাটি ধসে গেছে। সকল প্রকল্প এলাকায় কমবেশি ধসে যাওয়া স্থানে নতুন করে মাটি ভরাট করছেন সংশ্লিষ্ট পিআইসিরা।
৭ এপ্রিল শুক্রবার সরেজমিনে দেখা যায়, নলুয়ার হাওরের ভুরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্পের আংশিক ধসে যাওয়া স্থানে মাটি ভরাট কাজ করা হচ্ছে। এ সময় ৪নং পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি রনধীর কান্তি দাস রান্টু বলেন, ভারি বৃষ্টিতে বাঁধের ধসে যাওয়া স্থানে মাটি ভরাট কাজ করছি। বোরো ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত বাঁধকে নিরাপদ রাখতে আমরা নিয়মিত দায়িত্ব পালন করে যাবো।