জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস সিলেট জেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত

11

৬ এপ্রিল ২০২৩ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন।” সিলেট জেলা প্রশাসন এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেট জেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আল আজাদ। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেটের জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ, ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, পলাশী মজুমদারসহ সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমি, ক্রীড়া ক্লাব ও বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে বিভিন্ন ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি