সুন্দর আগামী নির্মাণে সুন্দর মানুষ গড়ে তুলতে হবে : যুগ্ম সচিব মো. কুতুব উদ্দিন

11

পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের পরিচালক (যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন বলেছেন, সুন্দর আগামী নির্মাণের জন্য সুন্দর মানুষ গড়ে তুলতে হবে। সন্তানদেরকে ভোগবাদী হিসেবে গড়ে না তুলে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সন্তানদের মনন গঠনে তাদের হাতে ইসলামি বই তুলে দিতে হবে। কারণ ইসলামি বইপত্র বাচ্চাদের মননে নৈতিক বুনিয়াদ গড়ে দেয়।
গতকাল সোমবার নগরীর ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশুকিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকী। অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ মাধবপুর চৌমুহনী কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু তৈয়ব মোজাহিদী।
প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের পরিচালক আরো বলেন মো. কুতুব উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখছে। বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, আজকের পুরস্কারপ্রাপ্ত সিলেটের প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে গিয়ে সিলেটের সুনাম বয়ে আনবে।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মো. মহিউদ্দিন বাচ্চাদের হাতে ইসলামি বই তুলে দেওয়ার আহবান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এটা খেয়াল রাখতে হবে। আধুনিক প্রজন্ম যেন বিপথে না যায়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ সাতটি ইভেন্টে বিশটি গ্রæপের ৬০জন প্রতিযোগির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।