সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ॥ বিএনপি আন্দোলনের চারটি তারিখ করে চার দিনই ঘোড়ায় ডিম পেড়েছে ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি মুকুট, সম্পাদক পলিন

16

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের আমলে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, সেই বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তাদের মুখে গণতন্ত্র ভুতের মুখে রাম নামের মতো। সেতুমন্ত্রী বলেন, এ পর্যন্ত বিএনপি আন্দোলনের চারটি তারিখ করেছে। চার দিনই ঘোড়ায় ডিম পেড়েছে। তাদের আন্দোলনের গতি দেখে ডিম পাড়া বন্ধ করে ঘোড়া হাসে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, আজিজুস সামাদ ডন, সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, মুহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এড. শামিমা শাহরিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বলে তারা ক্ষমতায় আসলে নাকি ওবায়দুল কাদের পালিয়ে যাবে। ওয়ান ইলিভিনে ওবায়দুল কাদের পালায়নি, জেলে গিয়েছে। সাহস আছে আপনাদের? সাহস ছিল কি আপনাদের নেতার? পালিয়ে গেল কেন? ওখানে বসে বসে ফেইসবুকে লাইভে শুধু হুংকার ছাড়ে। সৎ সাহস থাকলে আসুন, মোকাবেল হবে রাজপথে, সামনাসামনি খেলা হবে- মোকাবেল হবে। বিএনপি নেতা আমির খসরুকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, লন্ডনের ডান হাত আপনি, ফখরুল নয়। জানি আমরা। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি- আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন তাও আমরা জানি। ভোটে জিততে পারবেন না। সেই জন্য এখন চোরাগুপ্তা পথে আবারও আগুনসন্ত্রাস করবেন। প্রস্ততি নিচ্ছেন- জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন। এবার আগুন নিয়ে আসলে ঐ হাত আমরা পুড়িয়ে দেব। যে হাতে আগুন দিবে- ঐ হাত পুড়িয়ে দেব। যেই হাতে ভাঙচুর করবেন সেই হাত আমরা ভেঙে দেব। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করবোই।
বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে কথা বলার কিছুই পায় না। এজন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিনের নাম ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবিরকে জাতীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের পর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে। একই মাঠে ৭ বছর পর ১১ ফেব্রুয়ারি সম্মেলন অনুষ্ঠিত হয়। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা কমিটির সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে এনামুল কবিরের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তখন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এনামুল কবির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা পরিষদের প্রশাসক।