মানসিক বিষণœতায় গলায় দড়ি দিয়ে শাবি শিক্ষার্থীর আত্মহত্যা

13

শাবি থেকে সংবাদদাতা :
মিনহাজুল আবেদীন নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী যশোরে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মিনহাজুল আবেদীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ সকালে মিনহাজুলের মা কল দিয়ে তার আত্মহত্যার বিষয়টি জানান। সে দীর্ঘদিন ধরে মানসিক বিষণœতায় ভুগছিলো। ক’দিন আগেও মিনহাজুল ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল বলে আমরা জানতে পেরেছি।
এদিকে মিনহাজুলের সহপাঠীরা জানান, গত পাঁচ দিন আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল সে। এর আগ থেকেই মিনহাজ সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যা নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিতো। এছাড়া দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে তার ব্যক্তি জীবনের একাকিত্ব, হতাশা, শিক্ষাজীবনে হতাশাও কথা উল্লেখ করেছিল।
প্রসঙ্গত, মিনহাজ যশোরের মনিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন রোবোআড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।