নাসরীন খান

8

ভাষার লড়াই :

যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী
ভাষা আছে নিজস্ব
তারা না পারে শিখতে
একেবারে নিঃস্ব।

জাতি তারা আদি
ভাষা সত্তার বীজ
ভাষা শান্তির শীতলতা
তবে কেন নেই নিজ?

শুধু বাংলার জন্য লড়াই
তা কেন হবে?
তাদের ভাষার অধিকার
ছিল কখন, কবে?

তারাও চায় প্রাপ্য অর্জন
চায় নিজ ভাষা
পড়তে, লিখতে, শিখতে
তাদের প্রাণে আশা।।