নবীগঞ্জে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

3

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিক্সার চাকায় গায়ে থাকা ওড়না পেঁচিয়ে সালেহা আক্তার (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা আক্তার (৬৫) উপজেলার গুমগুমিয়া গ্রামের মো. ইসমাঈল মিয়ার স্ত্রী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান- সালেহা বেগম অটোরিক্সায় করে হরিনগরে মেয়ের বাড়ি থেকে গুমগুমিয়ায় ফিরছিলেন। পথে তার গায়ের ওড়নাটি অটোরিক্সার চাকায় পেঁচিয়ে তিনি ছিটকে পড়েন। পরে আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা চৌধুরী জানান- সালেহা বেগমের লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।