কনক কুমার প্রামানিক

16

সূচনার পূর্বে :

তিলে তিলে ঘনীভূত স্বপ্নেরা দানা বাঁধে অন্তর পাঁজরে
হতাশার গ্লানি এসে উড়ে নিয়ে যায় তারে।
প্রারম্ভের পূর্বেই হতাহত বিক্ষত স্বপ্নের সলিল সমাধি
এমনই চলছে দগ্ধ জীবনটা যে নিরবধি।

ভাবনায় শুধু ভেবে যাই নিরন্তর দিশাহীন অনন্ত পথে
বাস্তবতার পূবে নিমজ্জিত বিফল মনোরথে।
শুভ-অশুভের দ্বিধা-দ্বন্দে জয় পার্থিব সকল মন্দ
সূচনার পূর্বে লাগে তিব্র হানাহানি আর দ্বন্দ্ব।