গোলাপ মাহমুদ সৌরভ

10

সকাল হলো :

রাত পোহালো সকাল হলো
উঠলো ভোরের রবি,
দোয়েল, কোয়েল, ময়না শ্যামা
কোলাহল করে সবই।
সবুজ পাতায় শিশির পড়ে
সতেজ হয়ে ওঠে,
হালের বলদ লাঙ্গল কাঁধে
কৃষক যাচ্ছে মাঠে।
কলসি নিয়ে গায়ের বধূ
হেঁটে যাচ্ছে ঘাটে,
মিষ্টি রোদের আলো ছড়িয়ে
সূয্যিমামা হেসে ওঠে।
নদীর বুকে ভেসে বেড়ায়
ডিঙি নৌকার পাল,
জেলে জালে যে মাছ ধরে
মাঝি বৈঠার হাল।