এস ডি সুব্রত

8

প্রকৃতির প্রতিবাদ :

বিরহী জল জমে জমে সুবিশাল পাথরসম
কঠিন বরফের পাহাড় হিমবাহ
নিভৃতে লোকালয় থেকে দূরে বহুদূরে
আজ শ্রেষ্ঠ জীবের অবিবেকী কাজে
বিদ্রোহী হয়ে উঠে অবশেষে,
মানুষের নিপীড়ন নির্যাতনে বিপ্লবী হয়
অদৃশ্য ক্ষত নিয়ে বুকের গভীরে
প্রতিবাদী হয় প্রকৃতি
প্রতিশোধের আগুন ঝড়ে জলের পাহাড়ে,
ফলশ্রæতি ঝড় বন্যা আকাল মহামারী
ধ্বংসের হাতছানি
মৃত্যুবাণ ধেয়ে আসে মূহুর্তে মূহুর্তে,
তবুও তো বড় বেহুঁশ মানুষ
লাভ ও লোভের জালে নিজেকে আটকে ফেলে
কেন জানি প্রায়শই
হীন স্বার্থের কাছে হেরে যায় সত্য সুন্দর
লোভের জালে বন্দি বিবেক বুদ্ধি মানবতা
পাপের আগুনে পুড়ে প্রিয় বসুন্ধরা।