রুশো আরভি নয়ন

22

বৌ সমাচার :

বৌ যে আমার বড্ড রাগি
কথা মোটেই শোনেনা,
টাকা পয়সা সবই গোনে
আমায় শুধু গোনেনা!

ঝগড়া ঝাটি লেগেই থাকে
ভুলেও স্যরি বলেনা,
সূর্যের মতো জ্বলে তবু
মোমের মতো গলেনা।

বাড়ির সবার চোখের মণি
তাকে ছাড়া চলেনা,
তার ছলে, তার বলে
কেউতো আমার দলে না।

সাজেগুজে সেল্ফি তুলে
কোন কাজই পারেনা,
কথার প্যাঁচে যায় যে জিতে
তর্কে কভু হারেনা।

বৌ আমার লক্ষ্মী ভীষণ
কথায় কথায় মারেনা,
বাসন মাজায়, কাপড় কাচায়
তবুও আমায় ছাড়েনা।