রিপলু চৌধুরী

39

সূর্য উদয় :

সূর্য উদয় উপলব্ধি কর
নিজের মতো করে
নিঃস্বার্থে আলো দিচ্ছে
তোমার এ-ই ঘরে।

মা বাবা তেমনি একজন
পৃথিবীতে জুড়ে
নিঃস্বার্থে দিয়ে যাচ্ছে সবি
তোমার এ-ই ঘরে।

সূর্যের আলোতে পৃথিবী পহর
চলার পথে স্বাধীনতা
জীবন ত্যাগিতে চলাচল
থাকে না কোন পরাধীনতা।

মা বাবা একি সূর্যের মতো
সন্তানের স্বাধীন প্রতিক
নিজের জীবন বাজী রেখে
বট বৃক্ষের প্রতিক।

সূর্য যখন অস্তে যায়
পৃথিবী হয়ে যায় অন্ধকার
চেনা জানা বস্তো গুলো
স্পর্শ করতে লাগে ভয়ংকর।

তেমনি মা বাবা চলে গেলে
পৃথিবীর মায়া ছেড়ে
তখন তুমি বুঝতে পারবে
চারদিকে বইছে অন্ধকার।