একে আরিফ মাহমুদ

3

স্মৃতির ডায়েরি :

কতোই না লিখেছি স্মৃতি
রক্তিম কালির স্তম্ভে,
গল্প গুলো হারালো কোথায়
আজ সাদা পাতার দম্ভে।

আজ কোথায় লুকালো সেই বিরহ
খোঁজে পাওয়াই ভার,
ডায়েরিটা আজ ধুলোয় জমেছে
স্মৃতি হারিয়েছে তার।

কে লিখিবে আজ আবেগীর কথা
মায়াবী পাতার গায়ে,
প্রিয়শীর আজ নিঝুম ঘুম
কে দেবে তাকে জাগিয়ে?

শুকনো পাতার আজ খড় ধ্বনি
কোন হাওয়াতে ভাসে,
কাতর ঘুমে জাগ্রত আমি
প্রিয়শী নেই আজ পাশে।

আর হবে না রঙ্গিন লেখা
শূন্য ডায়েরির খাতায়,
স্মৃতি সবই হারিয়ে গেছে
ধুলো জমানোর পাতায়।