সিকৃবি গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত

10

সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়েছে। এর আগে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্যানতত্ত¡ বিভাগের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর ব্যাপারী। গশিপের নির্বাহী কমিটিতে যারা স্থান পেয়েছেন, তারা হলেন সহ সাধাররণ সম্পাদক প্রফেসর ড. রোমেজা খানম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. রানা রায়, সাংগঠনিক সম্পাদক মারুফাতুজ্জাহান, দপ্তর সম্পাদক ডাঃ অপূর্ব কুমার মন্ডল, প্রেস ও পাবলিকেশন সম্পাদক দীপক দেব নাথ, সাংস্কৃতিক সম্পাদক মুসলিমা আক্তার, শিক্ষা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফাহাদ জোবায়ের। কমিটির সদস্যরা হলেন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, প্রফেসর ড. মোশারফ হোসেন সরকার, ড. সঞ্জয় সরকার, ড. তিলক চন্দ্র নাথ, সামছুন্নাহার মুক্তা। এদিকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ হবার পর সংগঠনটির নেতৃবৃন্দ ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভ‚ঞার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন। ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত সে সভায় গশিপ নেতারা নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর কেও ফুল দিয়ে বরণ করেন। বিজ্ঞপ্তি