মহড়ায় বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় সেনা সদস্য নিহত

9

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ায় বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সসহ একাধিক সূত্র। তবে, সেনা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। নিহত সাজ্জাদুল ইসলাম টাঙ্গাইল জেলার কাটাইল থানার সংকরপুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র।
জানা যায়- বেশ কিছুদিন ধরে শীতকালীন মহড়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে আসেন সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার রাতে ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রæত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোর্শেদ সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে পাশে শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পে বাঙ্কার খুড়তে গিয়ে মাটি চাপায় এক সেনা সদস্য গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিমুল হক বলেন, সাজ্জাদুল ইসলাম নামের এক সেনা সদস্যের মৃত দেহ নিয়ে আমাদের কাছে আসছিলেন, পরে তারা সিলেটে নিয়ে গেছেন।