বিজয় স্মৃতি

18

এম.আবু বকর ছিদ্দিক :

বিজয় মানে নীল গগনে পাখির মত চলা,
বিজয় মানে অভয় মনে সকল কথা বলা।
বিজয় মানে ফুল বাগানে সূর্যমুখীর হাসি,
বিজয় মানে সৃষ্টিকর্তার শোকর রাশি রাশি।

বিজয় মানে স্বৈরাচারীর নগ্ন থাবার লয়,
বিজয় মানে সব সময়ে গণতন্ত্রের জয়।
বিজয় মানে জান-মালের সঠিক নিরাপত্তা,
বিজয় মানে মা-বোনের ইজ্জত আবরু রক্ষা।

বিজয় মানে অস্ত্র ধরে নিবে না কেউ চাঁদা।
বিজয় মানে উন্নয়নে থাকবে নাকো বাঁধা,
বিজয় মানে স্বাধীন ভাবে বিচারকার্য চলা,
বিজয় মানে নিঃসংকোচে সত্য কথা বলা।

বিজয় মানে সব মানুষের সমান অধিকার,
বিজয় মানে দুর্বলেও পাবে ন্যায় বিচার।
বিজয় মানে ডালে ডালে পাখপাখালির সুর,
বিজয় মানে শান্তি মনে নিদ্রা সুমধুর।

বিজয় মানে সবুজ যমিন রক্তে ভেজা লাল,
বুকের মাঝে ক্ষত হয়ে থাকবে চিরকাল।
লাল সবুজের পতাকাটা তুমি আমার মান,
তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণ।