বাবার মুখে বিজয় ধ্বনি

13

মনির চৌধুরী :

বছর ঘুরে এলো ফিরে ষোলই ডিসেম্বর,
বিজয় স্বাদে উঠলো জেগে নদীর বালুচর।
বাবার মুখের বিজয়ধ্বনি মায়ের মুখের হাসি,
দিবানিশি হীরা-মুক্তা ছড়ায় রাশি রাশি।

আউল-বাউল কবি শিল্পীর মুক্ত স্বাধীন প্রাণ,
বিজয় সুখে বিভোর হয়ে গাইছে দেশের গান।
কামার কুমার জেলে তাতী নবীন-প্রবীণ কৃষান,
নীল আকাশে উড়ায় তারা লাল-সবুজের নিশান।

মনের সুখে হাসি মুখে সবুজ সতেজ গাছে,
দোয়েল কোয়েল ময়না টিয়া হেলে দুলে নাচে।
নগ্ন পায়ে মগ্ন হয়ে মিছিল সমাবেশে,
দামাল ছেলে ছুটে চলে স্বপ্নঘুড়ির বেশে।