বিএনপি কখনো দেশের ভালো চায় না -পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

16

মো.শাহজাহান মিয়া,জগন্নাথপুর থেকে :
সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বিএনপি কখনো দেশের ভালো চায় না। তারা সব সময় দেশে গন্ডগোল করছে। ভয়ংকর মিথ্যাচার করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, আ.লীগ সরকার দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। দাম একটু বেশি হলেও দেশে চালসহ খাদ্যের ঘাটতি নেই। বিদ্যুতের অবস্থাও ভালো। ব্যাংকে গিয়ে টাকা পায়নি, এমন মানুষ নেই। এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। কৃষক সহ কাটা জমি থেকে ধান কুড়িয়ে নেয়া মানুষের ঘরেও ভাত আছে। সুতরাং দেশের অবস্থা ভালো।
২ ডিসেম্বর শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সরকারি ভাবে জনপ্রতি ১৮ হাজার টাকা করে ৩২৫ জন নরসুন্দর ও হরিজন সম্প্রদায় সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মোট ৫৮ লাখ টাকা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আকমল হোসেন, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক প্রমূখ।
এতে সুনামগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।