সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ॥ ওসমানী হাসপাতাল নিয়ে ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা হয়েছে

17

স্টাফ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিষয়ে জাতীয় একটি গণমাধ্যমে প্রচারিত সংবাদে ভুল তথ্য দিয়ে কয়েকজন যুবকের সুনাম ক্ষুন্ন করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আলাউদ্দীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বেসরকারি জনবল হিসেবে বিভিন্ন কোম্পানির অধীনে গত ১০ থেকে ১২ বছর ধরে সততার সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছি। কিন্তু গত ২২ নভেম্বর একটি জাতীয় দৈনিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও এমসি বাণিজ্য শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদে হাসপাতাল থেকে ওষুধ পাঁচার, রোগী হয়রানি এবং ওষুধ চোরদের বিরুদ্ধে অভিযানের বিষয়টি উঠে আসে। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে আমাদের নাম জড়ানো হয়েছে।’
তারা আরও বলেন, ‘সংবাদে আমাদের ২০ নম্বর জরুরি বিভাগে কর্মরত উল্লেখ করা হলেও আমরা কখনও ওই বিভাগে কাজ করিনি। দীর্ঘদিন ধরে ২৯ নম্বর ক্যাজুয়ালিটি বিভাগে সততা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। অতীতে আমরা বহিরাগত দালালদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকায় ক্যাজুয়ালিটি বিভাগের ভেতরে রোগী হয়রানির ঘটনা ঘটেনি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুর রহমান (১), অপু দাস, সোহেল আহমদ ও তরিকুল ইসলাম সুজন