আউটকাম বেইজড এডুকেশনের সুফল বিশ্ববিদ্যালয় পাবে – শাবি উপাচার্য

7

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল কারিগর। তাই তাদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রয়োজন। সারা বিশ্বের মতো এই বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেইজড এডুকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। অচিরেই এর সুফল বিশ্ববিদ্যালয় পাবে।
রবিবার (২৭ নভেম্বর) ‘ইনট্রোডাকশন টু আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন৷ বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন৷
এ সময় রিসোর্স পারসন হিসেবে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান এবং অনুষ্ঠান সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম।