কনক কুমার প্রামানিক

7

রুক্ষতা ছুঁয়েছে মনে :

বিশ্রী রুক্ষ আর নিদারুণ মন্দ বাক্যের
কি সাবলীল চলন এখন তোমার কাছে
অতিশয় লজ্জায় মাথাটা নেতিয়ে যায়
তাতেও নির্বিকার, কি আসে যায় তার?

দুচিন্তারা অন্তরের আড়ালে উঁকি দেয়
মুহূর্তে বদলে যায় সব সময়ের সীমায়
বাক্য বিনিময়ে অনীহার প্রকাশ মুহুমুহু
স্বপ্নেরা আজ যন্ত্রণায় ভেঙে খানখান।

নিলর্জ্জতার সীমানা পরিমাপের বাইরে
রুক্ষতা ছুঁয়েছে মন, পরিবর্তনটা শীতে?