এস ডি সুব্রত

13

নিশিদিন :

আমার ডাক তোমাতে পৌঁছে না
কেন জানি কখনোই কোনদিন
মাঝপথে থেমে যায় কন্ঠস্বর ,
যত দূরেই যাওনা কেন
ক্রমশ কাছে পাই তোমাকেই
তোমার আনন্দ বেদনার রঙে
মিশে যায় ভাবনা আমার অবচেতনে ,
মনপাখি উড়ে যায় অবাধ স্বাধীন
মানেনি ধর্ম ভেদাভেদ কোনদিন
বুঝেনা সকাল দুপুর গোধূলির প্রভেদ
অবুঝ নদীর মতো সাগরে হই বিলীন
আবেগের আগুনে পুড়ি নিশিদিন।