তাজুল ইসলাম নাহীদ

4

কৃষক বলে গর্ব করি :

কৃষক আমি সবার সেরা
গর্ব করি তাই,
কৃষক বলে পরিচয়ের
লজ্জার কিছু নাই।

যদিও মোদের মূল্যায়ন আজ
নাইরে দেশের তর,
তবুও মোরা চাষাবাদ ভাই
করবো জীবন ভর।

কৃষক আমি তাইতো দামি
অন্ন যোগাই রোজ,
যদিও মোদের নেয় না কেহ
গরীব বলে খোঁজ।

ন্যায্য মূল্য পাই না বলে
আজকে অনেক লোক,
কৃষির প্রতি দেয় না তারা
আগের মত ঝোঁক।

পেতো যদি সঠিক মূল্য
ঝরার পরে ঘাম,
বেশি বেশি করতো সবে
কৃষির সকল কাম।