মজনু মিয়া

7

হেমন্তের ধান :

কিছু ধান পাকে খেতে
কিছু ধান কাটে,
গাড়ি ঘোড়া নৌকাতে
টানে কিছু ঘাটে।

উঠানে ছড়ানো ধান
ঝেড়ে গোলা ভরে,
কৃষক কৃষাণী খুশি
নয়া জমা পরে।

পিঠা পায়েসের ধুম
মজা করে খায়,
হেমন্ত যে সুখ আনে
ধান গান ছায়।