নাসরীন খান

7

ভয় :

ভয় করে ট্রেনে, ভয় করে বাসে
ভয় করে নৌপথে, ভয় করে আকাশে
ভয় করে আপনে, ভয় করে পরে
ভয় করে বাহিরে, ভয় করে ঘরে
ভয় করে রাস্তায়, ভয় করে ছাদে
কখন পরি কার কোন ফাঁদে
দুনিয়াটা জঞ্জাটে ছেয়ে গেছে যে
শান্তি উঠে গেছে একেবারে সব কাজে
এত ভয় তবুও ফুটপাতে দোকান
এত আগুন বাড়ীর নীচেই গোডাউন
এত সব কান্ডের শেষ হবে কবে
বিবেকবান জাতি হব আমরা সবে।।