সিলেট বিভাগীয় গণসমাবেশের স্থল পরিদর্শন করলেন সাবেক মন্ত্রী ড. মঈন খান

10

স্টাফ রিপোর্টার :
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মন্ত্রী ড. মঈন খান। তিনি বলেন- স্বাধীনতার ৫০ বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে গণতন্ত্র নাই। তারা এক দলীয় শাসন কায়েম করছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এবার অলিখিত ভাষায় এক দলীয় হয়ে কাজ করতে হবে এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছে।
তিনি আরও বলেন- এখন দেশের মানুষ পরাধীন রয়েছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। স্বত:স্ফূর্ততভাবে বাংলাদেশের মানুষ অংশ নিয়েছেন। মানুষ আমাদের সহযোগিতা করছে। আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশের স্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন- আমরা ইতিমধ্যে ৬ টি সমাবেশ করেছি। এতে দেশের মানুষ অংশ নিয়েছেন। কিন্তু শাহজালালের মাঠিতে আমরা আগে সমাবেশ না করে ৭ম সমাবেশ করেছি। কারণ এই মাঠি পবিত্র। ইনশাল্লাহ এই পবিত্র মাঠিতে সমাবেশ সফল হবে। জনগণ এ সরকারকে বার্তা দেবে গণতন্ত্র ব্যতি রেখে বাংলাদেশ চলতে পারে না।’ এসময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।