সিলেটে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে – খন্দকার মুক্তাদির

2

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী এভাবে দুর্ভিক্ষের আগাম ঘোষণা দেন নাই। কিন্ত এদেশের রাষ্ট্রপ্রধান এই ঘোষণা দিয়েছেন। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ দেউলিয়া হওয়ার পথে, অবৈধ হস্তক্ষেপে বিচার বিভাগ থেকে শুরু করে সকল জায়গায় খেয়াল খুশি পরিচালিত হচ্ছে। দেশে আইনের কোনো শাসন নেই। ডিজেল থেকে শুরু করে তেল, গ্যাসসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়সীমার বাইরে। জাতির ঘাড়ে চেপে বসা জুলুমবাজ সরকারের হাত থেকে এদেশের জনগণ মুক্তি চায়। আগামী ১৯ নভেম্বর গণসমাবেশ সিলেটে জাতীয়তাবাদী কৃষকদল সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে উপস্থিত থাকবে। ইনশাআল্লাহ এদিন সিলেটে বিএনপি ইতিহাস সৃষ্টি করবে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট বিভাগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। মহানগর বিএনপি’র ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে রবিবার ১৩ (নভেম্বর) বিকাল তিনটার সময় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল এর সভাপতিত্বে ও সিলেট জেলা কৃষকদলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক শামিম আহমদ, সদস্য সচিব মোনায়েম কবির, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার ফয়জুল ইসলাম পীর, সদর উপজেলা আহবায়ক শহিদ আহমদ, সদস্য সচিব ফজলুল হক চৌধুরী, কোম্পনিগঞ্জ উপজেলার আহবায়ক নুরুল আমীন, ওসমানীনগর উপজেলার আহবায়ক মোক্তার আহমদ বকুল, বালাগঞ্জ উপজেলার আহবায়ক ছৈল মিয়া, বিমানবন্দর থানা কৃষকদলের আহবায়ক বুরহান উদ্দিন, কানাইঘাট পৌর কমিটির আহবায়ক রাশেদুল হাসান টিটু, বিশ্বনাথ পৌর কমিটির আহবায়ক সুমন আহমদ, বিশ্বনাথ উপজেলার আহবায়ক হিরন মিয়া, কানাইঘাট উপজেলা কমিটির সদস্য সচিব শাহিন আহমদ, জকিগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব কবির আহমদ মেম্বার, গোয়াইনঘাট উপজেলার সদস্য সচিব জিয়া উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলার আহবায়ক ফারুক আল মাহমুদ, মহানগর কৃষকদলের শাকিল আহমদ খাঁন, তাহের আলী সুমন, শামিম আহমদ, শাহিনুর রহমান, জুমন আহমদ,ফয়সল আহমদ, সাজ্জাদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষকদল নেতা শামিম আহমদ। বিজ্ঞপ্তি