জগন্নাথপুরে হাজার হাজার জনতাকে কাঁদালেন আবদুল আহাদ জিহাদী

11

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো স্থানীয় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১০ ও ১১ নভেম্বর দুই দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল সম্পন্ন হয়েছে।
প্রথম দিন ১০ নভেম্বর বৃহস্পতিবার দিন থেকে রাত ১২টা পর্যন্ত মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী-ফুলতলী, আল্লামা উসমান গণি সালেহী, মাওলানা আসাদুল্লাহ সাইফী, মাওলানা শহিদুল ইসলাম নিজামী, মাওলানা আজমল হোসাইন জামী ও মাওলানা নিজাম উদ্দিন জালালী। দ্বিতীয় দিন ১১ নভেম্বর শুক্রবার দিন থেকে রাত দেড়টা পর্যন্ত বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী-ফুলতলী, আল্লামা ড. বদিউল আলম সরকার, আল্লামা ছমির উদ্দিন, আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা আবদুল আহাদ জিহাদী ও মাওলানা মহি উদ্দিন মিছবাহ। এতে সভাপতিত্ব করেন মাওলানা আবদুল করিম ফারুকী। এ সময় মাওলানা আবু আইয়ূব আনছারী সহ পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের শেষ বক্তা মাওলানা আবদুল আহাদ জিহাদী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তিনি বলেন, মহান আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হলে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এঁর জীবনাদর্শ অনুস্বরণ ও অনুকরণ করতে হবে। মাহফিলে গভীর রাত দেড়টা পর্যন্ত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। রাত দেড়টার দিকে হাজারো জনতাকে নিয়ে মোনাজাতে নিজে কাঁদলেন ও জনতাকে কাঁদালেন মাওলানা আবদুল আহাদ জিহাদী। পরে শিরণি বিতরণ করা হয়।