জগন্নাথপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শনিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান সিরাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
এছাড়া মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের ১৮টি প্যাভিলিয়নে ডিজিটাল সেবা প্রদান করা হয়। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে উদ্ভাবকের উদ্ভাবনী উদ্যোগ-ধারণা, প্রকল্প উপস্থাপন করা হয়। জনগণের হাতের মুঠোয় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার প্রক্রিয়া বিষয়ক সেমিনার ও সেরা প্রকল্প, আইডিয়া এবং সেরা স্টল নির্বাচন করা হয়। অনলাইন কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।