সিলেটে শিশুদের মাঝে করোনা ভাইরাসের ২য় ডোজ টিকাদান শুরু

11
৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। কিন্ডার গার্ডেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা দিচ্ছেন শিশুরা।

সিলেটে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসরোধী ২য় ডোজ টিকাদান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জিন্দাবাজারস্থ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের শুরু হয়। এতে শত শত ছাত্রছাত্রীরা টিকা দিতে সারিবদ্ধভাবে লাইনে দিয়ে টিকা গ্রহণ করছেন। এ সময় ছাত্রছাত্রীদের অভিভাবকরা তাদের শিশুদের টিকাদানে উৎসাহিত করেন।
টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী ও জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসিমা চৌধুরীসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ সময় জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসিমা চৌধুরী বলেন যারা কোনো বসত কারণে ২য় টিকা গ্রহণ করতে পারে না তাদেরকে পরবর্তীতে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি