কর্ণেল তাহেরের স্বপ্ন বাস্তবায়নে ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা অপরিহার্য ——– জেএসডি

6

সিপাহী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, কর্ণেল তাহের এর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ব্রিটিশ-পাকিস্তান আমলের শাসন ব্যবস্থার পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা গড়ে তোলতে হবে। সংবিধান সংশোধন করে এককেন্দ্রীক শাসন ব্যবস্থার পরিবতর্তে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ও দেশে ৯টি প্রদেশ গঠন করতে হবে।
গত ৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর খরাদিপাড়া বৈশাখী আবাসিক এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন এর সভাপতিত্বে ও শিক্ষিকা কনিকা রায়ের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জেএসডি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ছমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি সিলেট জেলা শাখার সদস্য সচিব বেবী দেবী, সদস্য রিয়াজ উদ্দিন আহমদ, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবয়ক প্রিন্স বাহার চৌধুরী, নাগরিক ঐক্য সিলেট জেলার সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেল, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন। সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা জেএসডি’র সদস্য রফিক মিয়া, গণদাবী ফোরামের সংগঠক এম.এ জলিল, কল্যাণী ঘোষ, সুরেশ চন্দ্র সিংহ, মিলু দেবী, জাহেদ আহমদ, জ্যোতি রাণী দেবী, সুভাষ দেবনাথ, সাইফুল আলম, আফিয়া বেগম, মিনা দেবী, সুনিতা দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি