ঐতিহ্যবাহী রাসনৃত্যের …

3
ঐতিহ্যবাহী রাসনৃত্যের মাধ্যমে শেষ হলো মণিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব রাসলীলা। মঙ্গলবার মধ্য রাত ১২টায় শুরু হয় ঐতিহ্যবাহী রাসনৃত্য। ঢাকঢোল, মৃদঙ্গ, করতাল আর শঙ্খধ্বনির সঙ্গে ব্যাপক আনন্দ উল্লাসের। সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয় মন্ডপগুলো। মণ্ডপে মণিপুরী বড় ও ছোট ছোট নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মন্ত্রমুগ্ধ করে রাখে ভক্ত-দর্শনার্থীদের। মহারাত্রির পরশ পাওয়ার জন্য হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় মাধবপুর জোড়া মন্ডপ আর আদমপুরের মন্ডপগুলোতে। ছবি-মামুন হোসেন