সাইক্লোনের স্মরণ সভায় বক্তারা ॥ মিশফাক মিশু একজন অসাম্প্রদায়িক মানবিক মানুষ ছিলেন

14

একজন অসাম্প্রদায়িক মানবিক মানুষ ছিলেন মিশফাক আহমদ চৌধুরী মিশু। তিনি সুস্থ সাংস্কৃতিক ধারা সৃষ্টির জন্যে যেমন কাজ করেছেন, তেমনি মানুষের কল্যাণে নিজেকে আজীবন নিবেদিত রেখেছিলেন। বিশেষ করে করোনাকালে অসহায় মানুষের সেবার মাধ্যমে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমদ চৌধুরী মিশু স্মরণে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২২২ তম সাহিত্য আসরে বক্তারা এ কথা বলেন।
বিশিষ্ট সাংবাদিক আবদুল বাতিন ফয়সলের সভাপতিত্বে গত সোমবার অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরী শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক হাবিবুর রহমান সেলিম। সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথির সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক সেলিম আউয়াল, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, যুক্তরাজ্য প্রবাসী লেখক কাজী মাসুদ, ছড়াকার এডভোকেট আবদুস সাদেক লিপন, কবি ইছমত হানিফা চৌধুরী, ছড়াকার জুবের আহমদ সার্জন, দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমসাদ, কবি বিমান বিহারী বিশ^াস, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন। সভার শুরুতেপবিত্র কোরআন তেলাওয়াত করেন শামসুল মুক্তাদির মিজান। বিজ্ঞপ্তি