দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না – ড. মঈন খান

12

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার, কথা বলার স্বাধীনতাকে হরণ করেছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। দ্রব্যমূল্যে মানুষ আজ অতিষ্ঠ। জনগণ দু’বেলা পেট ভরে দু’মুটো ভাত খেতে পারছে না। আর সরকার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া থেকেও বঞ্চিত করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে চায় না। তাই আগামী ১৯ নভেম্বর সিলেটের গণসমাবেশে জনতার উপস্থিত দিয়ে প্রমাণ করে দিতে হবে যে, আওয়ামী লীগকে আর সিলেটবাসী চায় না।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে সিলেট বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আরো বলেন, সিলেটের মানুষ বিএনপির নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ। তাই কোন বাধা বিপত্তিই সিলেটের সমাবেশকে আটকানো যাবে না।
সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মহানগর বিএনপি নেতা হুমাইয়ুন কবির মাসুক, নুরে আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, মুকুল মোর্শেদ, জেলা বিএনপি নেতা ইশতিয়াক সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আফসর খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ তোহেল, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সারাদেশে বিএনপির গণসমাবেশে মানুষের ঢল দেখে আওয়ামী পাগলপ্রায় হয়ে গেছে। তাদের সময় ফুড়িয়ে এসেছে। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে।
উল্লেখ্য, এর আগে আগামী ১৯ নভেম্বর সিলেট বিভগীয় গণসমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি