বিশ্বনাথে ২ রাতে বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি

16

বিশ^নাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথে দুই রাতে চার লাখ টাকা মূল্যের পল্লী বিদ্যুতের ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে পৌরসভার আলাপুর গ্রামে অবস্থিত গ্রামীণ ফোন টাওয়ারের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেবি ২টি ও ১৫ কেবি ১টি মোট তিন ট্রান্সফরমার চুরি হয়।
এর পূর্বে রবিবার রাতে ধীতপুর গ্রামের ২৫ কেবি ১টি ও ভাতশালা গ্রামের ১৫ কেবি ১টিসহ দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এনিয়ে পাশাপাশি দুটি রাতে মোট ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে গ্রাহকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
পল্লী বিদ্যুৎ অফিসের দাবি অনুযায়ী চুরি হওয়া ট্রান্সফরমার গুলোর মূল্য প্রায় ৪ লাখ ৩ হাজার ৫শত ৩০টাকা। চুরি হওয়া এই ট্রান্সফরমারের অর্ধেক মূল্য বাধ্যতামূলক ভাবে বহন করতে হবে গ্রাহকদের। প্রথমবার চুরি হলে সংশ্লিস্ট ট্রান্সফরমারের গ্রাহকরা অফিসে অর্ধেক টাকা জমা দিয়ে আরেকটি ট্রান্সফরমান নিতে পারবেন। আর দ্বিতীয়বার চুরি হলে পুরো টাকা জমা দিয়ে ট্রান্সফরমার নিতে হবে। এমনটাই জানিয়েছেন বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো: আলাউল হক সরকার। তবে কিছু গ্রাহকদের দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস অনেকটা নির্জন স্থানে বিদ্যুতের ট্রান্সফরমার লাগানোর কারনে চুরির মাত্রাটি বেড়েছে।