আছিরগঞ্জে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

8

বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গত শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গোলাপগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, বিএনপি নেতা আব্দুল গফুর, সাংবাদিক এনামুল কবীরসহ এলাকার সচেতন মহল।
এবার এ বৃত্তি পরীক্ষায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মোট ১০টি উচ্চ বিদ্যালয়ের ১৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
স্কুলগুলো হচ্ছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল-এমদাদ হাইস্কুল, বাগিরঘাট উচ্চ বিদ্যালয়, শাহজালাল একাডেমী, মসলম খাঁন একাডেমী, মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, দাসউরা উচ্চ বিদ্যালয়, বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আল-রাইয়ান মেমোরিয়াল হাইস্কুল, পনাইরনচক উচ্চ বিদ্যালয়।
ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক শফিউল আলম।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালিক।
সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন দুই সহকারী শিক্ষক আফিয়া বেগম ও আজিজুল হক। বিজ্ঞপ্তি