মিরাবাজারে ফার্নিচার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

4

স্টাফ রিপোর্টার :
নগরীর পূর্ব মিরাবাজারে ফয়ছল আহমদ নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন সিলেট সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আবাসিক এলাকায় একাধিক বাণিজ্যিক ফার্নিচার কারখানা খুলে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে ফেলা ও পরিবেশ দূষণের দায়ে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে এর জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ী ফয়ছল আহমদকে এক মাসের মধ্যে সেখানে থেকে কারখানাগুলো সরিয়ে ফেলার নির্দেশন প্রদান করেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। তিনি অভিযানে নেতৃত্ব দেন।
সিসিক সূত্র জানায়- পূর্ব মিরাবাজারের সেবক আবাসিক এলাকায় ফার্নিচারের ৩টি কারখানা খুলে বসেন মহানগরীর শাহজালাল উপশহরের বাসিন্দা ব্যবসায়ী ফয়ছয় আহমদ। এর ফলে কারখানাগুলোর মেশিনের শব্দে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়াও কারখানার কাঠের গুড়োয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে এবং কাঠের রংসহ রাসায়নিক বিভিন্ন তরল পদার্থে কারখানার পার্শ্ববর্তী বাসাবাড়ির বৃদ্ধ-শিশুসহ লোকজন পড়েন স্বাস্থ্য ঝুঁকিতে।
বিষয়টি নিয়ে স্থানীয়রা সম্প্রতি সিলেট সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান চালান সিসিকের ভ্রাম্যমান আদালত। অভিযানে ব্যবসায়ী ফয়ছল আহমদকে জরিমানার পাশাপাশি কারখানাগুলো ওই এলাকা সরিয়ে নিতে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়।