ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে কে কত ভোট পেলেন

10

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ৪ পর্যন্ত একযোগে ৫৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। রাত ১০টার দিকে নির্বাচনী কন্ট্রোল রুম তাজপুর ডিগ্রী কলেজের হলরুমে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন ওসমানীনীনগর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরাদ উদ্দিন হাওলাদার।
উপজেলা নির্বাচেন অফিস সূত্রে জানা গেছে, ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ হাজার ৩৭৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মোঃ শামীম আহমদ বেসরকারি ভাবে নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন মোট ২৮ হাজার ৯৯৬ ভোট। তার নিকটতম প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৬ ভোট। এছাড়া একই পদে খেলাফত মজলিসের জেলা কমিটির অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৫৯ ভোট। চেয়ারম্যান পদে মোট ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট দিলে ২৯০টি ভোট বাতিল হয়।
ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে ১৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া। তার নিকটতম প্রতদ্বন্দ্বী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী তালা প্রতীকে পেয়েছেন ১১হাজার ১০৮ ভোট। গয়াছ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৭হাজার ৬১৭টি ভোট, টিউব ওয়েল প্রতীক নিয়ে জুয়েল মিয়া পেয়েছেন ৭ হাজার ৭৩ ভোট, আখতার আহমদ বই প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৮৭ ভোট, মৌলানা মো: আব্দুল বাছিত মাইক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২ ভোট, খন্দকার মাসুম আহমদ বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬০ ভোট, উড়োজাহাজ প্রতীক নিয়ে আলী হুসেন রানা পেয়েছেন ৯৫৯ ভোট। ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট দিলে ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ভোট বাতিল হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ২৩ হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহানারা বেগম। তার নিকটতম প্রতদ্বন্দ্বী উপজেলা বর্তমান ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৬৭ভোট। একই পদে ফুটবল প্রতীকে ছানারা বেগম পেয়েছেন ৯হাজার ৯৪৪ ভোট। ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট দিলে ২৯০টি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯১ ভোট বাতিল হয়।
নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে চেয়রম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতদ্বন্দ্বিতা করেন। ৫৪টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ১লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট প্রদান করেন।