শেখ হাসিনার নেতৃত্বে তৃণ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ——– হাবিবুর রহমান হাবিব এমপি

4
দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে ভাবে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে নেতাকর্মীদের। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আস্থা অর্জন করে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি দেশেকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্তি রয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আন্তরিকতার সাথে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
এমপি হাবিবুর রহমান গত ২৯ অক্টোবর শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ভটেরগাঁও ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজসেবী হাজী মছদ্দর আলীর সভাপতিত্বে কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি আব্দুস সালাম, রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল হেসেন বাচ্চু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, প্রচার সম্পাদক মাসুক আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান ও দেলওয়ার হোসেন লিলু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন জাকারিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম সিরু, যুবলীগ নেতা আহসান হাবিব জাবেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নিজাম উদ্দিন, নিজাম মিয়া, ইউপি মেম্বার আতিকুল হক আব্দুল্লাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামাল উদ্দিন। বিজ্ঞপ্তি