শাবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু

11

শাবি থেকে সংবাদদাতা :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
এ সময় খেলাধূলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের মেলবন্ধনে আজকের এই আয়োজন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি। মনকে সতেজ ও সুন্দর রাখতে খেলাধূলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় খেলাধূলা আয়োজনের ব্যাপারে সদা তৎপর।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগ ও ওশেনোগ্রাফি (ওসিজি) বিভাগ।