সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ॥ বিপিএলে ভালো করতে সিলেটবাসীর সহযোগিতা চাইল সিলেট স্ট্রাইকার্স

11

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসরে সিলেট দলের মালিকানা কিনেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। নতুন মালিকানা ও নতুন নামে এবারের আসরে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী।
আর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিপিএল এর সিলেট পর্বের খেলায় পুরো শহরকে সাজানো, প্রচার ও দলকে সমর্থন জোগাতে সবধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে টিম সিলেট স্ট্রাইকার্স। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। বিপিএলে আগের সব আসরে সিলেট নামে টিম ছিল। এবার সিলেটের সুনামধন্য মানুষেরা দলের মালিকানা কিনেছেন। আমরা আশা করছি, ভালো কিছু উপহার দিতে পারবেন।’
ফিউচার স্পোর্টস বাংলাদেশের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী বলেন, ‘বিপিএলের গত আট আসরে সিলেটের দলকে নিয়ে আমরা হতাশ হয়েছি। এবার আর হতাশ করতে চাই না। আমরা একটি স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি।’
তিনি আরও বলেন, ‘বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেলের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় এতদূর এগিয়ে এসেছি। দলকে বিট করতে পারে এমন একজনকে (মাশরাফি) আমরা আইকন হিসেবে পেয়েছি। আমরা আশাবাদী এবার সিলেটকে ভালো কিছু দিতে পারব। আপনাদের সমর্থন ও সহযোগিতা পেলে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট স্ট্রাইকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ, পরিচালক জগলুল হুদা মিঠু, নাইম খন্দকার, এ কে এম মাহমুদ ইমন, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সিলেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর, সেক্রেটারি আশরাফ আরমান, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডিং কোচ রাসেল আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহী, ক্রীড়া সংগঠক আহমদ জুলকার নাইন, আল ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি প্রমুখ।