রোটারী ক্লাবগুলো মানব সেবার মাধ্যমে বহির্বিশ্বে সুনাম অর্জন করছে ————– গভর্ণর রুহেলা খান চৌধুরী

8

রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর উদ্যোগে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালে এলাকার প্রায় ৪০জন গরীব রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও হসপিটাল কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আলোচনা সভা ২১ অক্টোবর শুক্রবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমার বাজারস্থ রোটারি আই হসপিটালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮২ গভর্ণর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট আব্দুল মালেক এর সভাপতিত্ব ও রোটারিয়ান এসিস্টেন গভর্ণর পিপি কাজী মোহাম্মদ হুমায়ুন কবীরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি মোঃ ফেরদৌস আলম, এরিয়া ডাইরেক্টর পিপি হানিফ মোহাম্মদ, ডিষ্ট্রিক্ট সেক্রেটারি মোঃ শাহজাহান, পিপি রোটারিয়ান জিয়া উদ্দিন।
উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর রোটায়ান পিপি নাজমুল ইসলাম, জোনাল কোঅর্ডিনেটর রোটারিয়ান পিপি সাহেদ আহমদ ও পিপি আফছার বকুল, রোটারিয়ান জমির উদ্দিন, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জামিউল ইসলাম জনি, সেক্রেটারি রোটারিয়ান মোঃ তোফায়েল আহমদ, সমাজসেবী মোঃ রাসিদ আলী, জহির আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডিষ্ট্রিক্ট গভর্ণর রুহেলা খান চৌধুরী বলেছেন, রোটারী ক্লাবগুলো মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। বিজ্ঞপ্তি