প্রবাসীরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন —————ডা. আরমান শিপলু

9

সিসিকের সাবেক প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, প্রবাসীরা বিদেশে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছেন। কষ্টের বিনিময়ে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের দেশে বিনিয়োগের অবারিত সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। প্রাবসীরা বিদেশের মাটিতে সুস্থ, নিরাপদ ও আনন্দে থাকুন এটাই আমাদের কামনা।
রবিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদীপ্ত সিলেট এর উদ্যোগে বাংলাদেশ পল্লী ফোরারেম চেয়ারম্যান ও উদ্দীপ্ত সিলেট এর অন্যতম শুভাকাঙ্খী চৌধুরী আলী আনহার শাহান এর যুক্তরাজ্য গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহি’র সভাপতিত্বে ও তরুণ সংগঠক জেনারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমেদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চৌধুরী আলী আনহার শাহান, আরটিভির সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, ছড়াকার আহসান মাহমুদ শিপন, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন, দৈনিক একাত্তরের কথার নিজস্ব প্রতিবেদক জয়ন্ত কুমার দাস, জালালাবাদ কবি ফোরামের সাধারণ সম্পাদক এম এ আসাদ চৌধুরী।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফি, ক্লিন সিলেটের সভাপতি নাজিবুর রহমান নাজিব, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সদস্য আব্দুল আজিজ রাজু, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, অনিরুদ্ধ দাশ অনিক, ইয়াহিয়া, জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি